ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ভাস্কর্যের বিরোধিতাকারীরা মতলববাজ: মতিয়া চৌধুরী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ২৬ নভেম্বর ২০২০  

মতিয়া চৌধুরী

মতিয়া চৌধুরী

ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে ভাস্কর্য আছে জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশে যারা ভাস্কর্যের বিরোধিতা করছে তারা মতলববাজ। নিশ্চই তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে।

বুধবার দুপুরে শেরপুর নালিতাবাড়ী উপজেলার কেন্দুয়াপাড়া মাদরাসা মাঠে শিশু শিক্ষার্থী ও বিশেষ শ্রেণি-পেশার মানুষের মাঝে সৌরবাতি বিতরণকালে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, খালেদা জিয়ার খোলা চুলের ব্যাপারে কোনো কথা নেই, ফিনফিনা শাড়ির ব্যাপারে কোন ফতোয়া নেই। অথচ আমাদের নেত্রী পাঁচ ওয়াক্ত নামায পড়েন। তিনি দিনের শুরুটা করেন আল্লাহর প্রার্থনার মধ্যদিয়ে।

এ সময় মতিয়া চৌধুরী টিআর ও কাবিখা প্রকল্পের অর্থায়নে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দ্বিতীয় শ্রেণির সেরা বিশ শিক্ষার্থীর মাঝে একটি করে মোট দুই হাজার ৯৬০টি এবং পল্লী চিকিৎসক, নরসুন্দর, জেলে ও আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী মোট দুই হাজার ৫৮১ জনের মাঝে সৌরবাতি বিতরণ করেন।

এছাড়া, জিআর প্রকল্প থেকে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোট ২৭৫ বান্ডেল ঢেউটিন ও প্রতি প্রতিষ্ঠানকে নগদ তিন হাজার টাকা বিতরণ করেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়