ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভেনেজুয়েলাকে উড়িয়ে দিল ব্রাজিল, সুফল আর্জেন্টিনারও

স্পোর্টস ডেস্ক:

প্রকাশিত: ০৯:১৫, ১৯ জুলাই ২০২২  

ভেনেজুয়েলাকে উড়িয়ে দিল ব্রাজিল, সুফল আর্জেন্টিনারও

ভেনেজুয়েলাকে উড়িয়ে দিল ব্রাজিল, সুফল আর্জেন্টিনারও

চলতি কোপা আমেরিকায় উরুগুয়ের পর ভেনেজুয়েলাকেও উড়িয়ে দিয়েছে নেইমারের দেশের দুর্দান্ত মেয়েরা। ৪-০ গোলের জয়ে সেমিফাইনালের পথ অনেকটাই মসৃণ হয়ে গেছে সেন্তেনারিওতে মার্তার উত্তরসূরিদের। 

ব্রাজিলের এ জয়ের ফলে সুফল পাবে আর্জেন্টিনাও। এই ম্যাচের আগে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ভেনেজুয়েলা এই বিশাল হারের ফলে নেমে গেছে তালিকার তিনে। আর তিনে থাকা আর্জেন্টিনা উঠে এসেছে দুইয়ে। ফলে ইয়ামিলা রদ্রিগেজদের সেমিফাইনাল খেলার সম্ভাবনা আরো বাড়লো।

সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে মার্তার উত্তরসূরিরা মুখোমুখি হয় ভেনিজুয়েলার। ২২ মিনিটে বিয়াত্রিজ জেনেরাতোর গোলে এগিয়ে যায়।

এগিয়ে বিরতিতে যাওয়া দেবিনহারা বিরতির একটু পরই ব্যবধান দ্বিগুণ করেন। ৫১ মিনিটে গোলটি করেন অ্যারি বোর্জেস। আগের দুই ম্যাচে দুই গোল করা দেবিনহা এরপর সাত মিনিটের ব্যবধানে করেন দুই গোল। ৫৮ মিনিটে ব্যক্তিগত প্রথম গোল আর দলীয় তৃতীয় গোলটি করেন। এরপর ৬৫ মিনিটে তার পা থেকেই আসে ব্রাজিলের চতুর্থ গোল। 

ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে হারায় ৪-০ গোলে। এরপর উরুগুয়েকে ৩-০ গোলে হারান দেবিনহারা। নিজেদের প্রথম দুই ম্যাচে জয় ছিল ভেনেজুয়েলারও। উরুগুয়ে আর পেরুর বিপক্ষে যথাক্রমে ১-০ আর ২-০ গোলে জয় পেয়েছিল দলটি।

ফলে ছয় পয়েন্ট পেলেও ব্রাজিল শ্রেয়তর গোল ব্যবধান নিয়ে ছিল ‘বি’ গ্রুপের শীর্ষে। তৃতীয় ম্যাচে দুই দলের সামনেই সুযোগ ছিল সেমিফাইনাল নিশ্চিত করার। সে সুযোগটা কাজে লাগিয়েছে কোপা আমেরিকার সফলতম দল ব্রাজিল।

সর্বশেষ
জনপ্রিয়