ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভৈরবে বেদে পল্লীতে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান পুলিশের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৪, ১২ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভৈরব পৌর শহরের সাতমুখী বিল এলাকায় বেদে পল্লীতে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ভৈরব থানা পুলিশের পক্ষ থেকে মানবিক সহায়তা খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। রোববার বেলা ৩টায় ৩৪টি বেদে পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন।

এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজ হাসান সিদ্দিকসহ ভৈরব থানা পুলিশের সদস্যবৃন্দ।

ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, সারা দেশে চলছে কঠোর লকডাউন। ১৪ দিনের সরকার ঘোষিত লকডাউনের ১১তম দিন। এ লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। সরকার বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণি পেশার কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। ভৈরব থানা পুলিশের পক্ষ থেকে সাতমুখী বিলের বেদে পল্লীর ৩৪টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল। ভৈরব থানা পুলিশের পক্ষ এ খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়