ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলে আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১৫, ১৯ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন হারে জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোলা সদর উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় তাদের আটক করে উপজেলা মৎস্য বিভাগ।

আটকরা হলেন- মো.কবির মোল্লা, আল-আমীন, মো. আকতার, মো. ইব্রাহিম, মো. লোকমান, মো. দেলোয়ার, মো.সুমন, মো. রাজিব, মো. রিয়াজ, মো. আল-আমীন, মো. নিয়াজ ও মো. আলামীন।

সদর উপজেলা মৎস্য অফিসের তথ্যমতে, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার মিটার অবৈধ জাল ও ১৫ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, আটক জেলেদের বিভিন্ন হারে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় এতিম ও গরিবদের মাঝে বিতরণ ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়