ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভোলায় ৭৫০ জেলে পেলেন দুর্যোগকালীন সুরক্ষা সামগ্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ২০ ডিসেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভোলার দৌলতখানে প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ জেলেদের সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ভোলার দৌলতখানের সৈয়দপুর ইউনিয়নের ৬১টি নৌকার ৭৫০ জন জেলের মাঝে লাইফ জ্যাকেট, বয়া বিতরণ করা হয়েছে।

সৈয়দপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের মাধ্যমে জেলেদের মাঝে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার, দৌলতখান উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহাফুজুল হাসনাইন, স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার নুসরাত ফাতেমা চৌধুরী, লজিক প্রকল্প ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেঞ্জ কো-অর্ডিনেটর নুরুল মোমেন সিদ্দিকী রায়হান, অনুষ্ঠান সঞ্চালনা করেন লজিক প্রকল্পের ভোলা ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যান্স-এর জেলা কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়