ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ভ্যাট লটারির ১৯তম ড্র অনুষ্ঠিত

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১২:১৩, ৭ আগস্ট ২০২২  

ভ্যাট লটারির ১৯তম ড্র অনুষ্ঠিত

ভ্যাট লটারির ১৯তম ড্র অনুষ্ঠিত

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালানের ১৯তম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রথম পুরস্কারের ইএফডি চালান নম্বর 001322SURJHZE149 ।

শনিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জুলাই মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত চালানের ওপর ভিত্তি করে লটারির ড্র অনুষ্ঠানটি হয়েছে। ইএফডি চালানের লটারিতে প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)। এছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৯৩ জনকে ১০ হাজার টাকা দেওয়া হবে। লটারির ড্র এনবিআরের ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। এছাড়া তিন কার্যদিবস পর পত্রিকায় প্রকাশ করা হবে। পুরস্কার প্রাপ্তিতে সমস্যা হলে ০১৯৬৩৬৩৬৫৫৪ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে এনবিআর।

লটারি অনুসারে দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত নম্বর হলো- 001522LOUYCHY745।  তৃতীয় পুরস্কারপ্রাপ্ত লটারির নম্বরগুলো হলো-000122ALRQFKQ019, 003222APEBZSA378, 002422UBCMDXT431, 000722BLJOBRM193 ও 003422YFMELYJ082.

ভ্যাট আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১৯ সালের ২৫ আগস্ট ইএফডির উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

সর্বশেষ
জনপ্রিয়