ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিঠামইনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২১, ২ মে ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

শনিবার (১ মে) মিঠামইন উপজেলা সদরে খাদ্য গুদাম প্রাঙ্গণে খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান।

এ সময় আনুষ্ঠানিকভাবে কৃষক শাহ আলম এর নিকট থেকে ১ হাজার ৮০ টাকা সরকারি মূল্য হিসবে ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, মিঠামইন উপজেলায় এ বছর ২ হাজার ৬ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে।

এতে অন্যান্যদের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলিনুর খান, ওসি এলএসডি নাজমুল হোসেন মুকুল, সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোল্লা খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহিম মিয়া প্রমুখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়