ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

`মুক্তিযুদ্ধে শেরপুর` গ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার রচিত ‘মুক্তিযুদ্ধে শেরপুর’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার নালিতাবাড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ও উদীচী শিল্পী গোষ্ঠী’ এর আয়োজনে বইটির দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ হাকাম হীরা, সাংস্কৃতিক ব্যক্তি অসীম দত্ত হাবলু, প্রিন্সিপাল মুনীরুজ্জামান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মান্নান সোহেল প্রমুখ। 

প্রধান অতিথি ফারুক আহমেদ বকুল বলেন, মুক্তিযুদ্ধে শেরপুর গ্রন্থ আগামী প্রজন্মের মুক্তিযুদ্ধের ইতিহাস জানার মাধ্যম হবে। 

তিনি লেখক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার এর কৃতজ্ঞতা প্রকাশ করেন, এমন একটি বই রচনা করার জন্য।

লেখক জোবায়দা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক, আবৃত্তি শিল্পী নাজমুন নাহার।

উপজেলা ও পৌর প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সঙ্গীত এর মধ্য দিয়ে। সবশেষে লেখক নিজের অনুভূতি প্রকাশ করেন। 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়