ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুজিববর্ষে সামার হিট দিয়ে ফিরলো ক্যারম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ৭ নভেম্বর ২০২০  

বক্তব্য রাখছেন আশরাফ আহমেদ লিয়ন

বক্তব্য রাখছেন আশরাফ আহমেদ লিয়ন

মহামারি করোনা ভাইরাসের কারণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে দীর্ঘদিন বন্ধ ছিল বাংলাদেশের ক্যারম। ফের সরকারি আদেশে মুজিববর্ষে 'সামার হিট ওপেন ক্যারম টুর্নামেন্ট-২০২০' দিয়ে শুরু হলো দেশের ক্যারম।

শুক্রবার বাংলাদেশ ক্যারম ফেডারেশনের আয়োজনে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের গ্রাউন্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে শুরু হয়েছে তিন দিনব্যাপী এ টুর্নামেন্ট। বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন টুর্নামেন্টের উদ্বোধন করেন।

আশরাফ আহমেদ বলেন, দীর্ঘ নয় মাস বিরতির পর ক্যারম ফিরে এলো। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত রেখে উন্মুক্ত স্থানে মুজিববর্ষে সামার হিট ওপেন ক্যারম টুর্নামেন্ট-২০২০ আয়োজন করছে বাংলাদেশ ক্যারম ফেডারেশন।

তিনি আরো বলেন, দিনের আলোয় এই প্রথম টুর্নামেন্টের আয়োজনের সফলতাই ভবিষ্যতে আরো টুর্নামেন্ট আয়োজনের সামর্থ্য প্রমাণ করবে। তবে জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর যে বিধিনিষেধ তা পরিপূর্ণভাবে পালন করা হচ্ছে। এই করোনাকালীন সময়ে কিছু খেলোয়াড় অনলাইনে খেলেছে তাদেরকে ধন্যবাদ।

আশরাফ আহমেদ যোগ করেন, হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধানকে আমাদের এত সুন্দর একটি পরিবেশে এই টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ জানাই। সামাজিক বিধিনিষেধ মেনে আমরা ক্যারমকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। আশা করি আমরা পূর্বের মত আবারো ক্যারমকে ফিরিয়ে আনতে পারবো।

নারী ও পুরুষ মিলিয়ে ৩৫ জন খেলোয়াড় অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। খেলা চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

এ সময় ফেডারেশনের ট্রেজারার হাসনাইন ইমতিয়াজ শিহাব, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও ট্রেনিং কমিটির প্রধান জাফরুল ইসলাম বাবুল, আম্পায়ার ও জাতীয় দলের খেলোয়াড়সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়