ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

মোবাইল বন্ধ হলে ক্রেতা মূল্য ফেরত পাবে: বিটিআরসি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:১৯, ৩ অক্টোবর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

অবৈধ পথে দেশে আসা, ক্লোন বা চুরি করা হ্যান্ডসেট নেটওয়ার্কে এলেই তা বিচ্ছিন্ন করা হচ্ছে। তবে জেনে বা না জেনে কেউ যদি অবৈধ মোবাইল কিনে ফেলেন, বিক্রেতাকে ক্রেতার চাহিদা অনুযায়ী মূল্য ফেরত দিতে হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গণমাধ্যম শাখার উপ-পরিচালক জাকির হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

অবৈধ পথে দেশে আসা, ক্লোন বা চুরি করা হ্যান্ডসেটে মোবাইল নেটওয়ার্ক বন্ধে চলতি বছরের ১ জুলাই পরীক্ষামূলকভাবে চালু হয় ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)।

এর মধ্যে বৈধ কিংবা অবৈধ- গ্রাহকের হাতে মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সকল হ্যান্ডসেট ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিটিআরসির ‘নক অটোমেশন অ্যান্ড আইএমইআই ডেটাবেইজ (এনএআইডি)’ সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে গেছে। ফলে এই সময়ে নিবন্ধিত হওয়া এসব হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে না।

বর্তমানে বিটিআরসি হ্যান্ডসেট বৈধ কি-না তা যাচাই করে কেনার পরামর্শ দিচ্ছে। মোবাইল হ্যান্ডসেট কেনার আগে যা করতে হবে-

ধাপ-১: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<space>১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বরটি লিখুন। উদাহরণ : KYD 123456789012345।

ধাপ-২: আইএমইআই (IMEI) নম্বর লেখার পর ১৬০০২ নম্বরে সেন্ড করুন।

ধাপ-৩: ফিরতি মেসেজের মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানিয়ে দেয়া হবে। এছাড়া, মোবাইল হ্যান্ডসেট কেনার রশিদ সংরক্ষণ করতে হবে।

সর্বশেষ
জনপ্রিয়