ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

মোহাম্মদ নাসিম প্রধানমন্ত্রীর বিশ্বস্ত সহযোদ্ধা ছিলেন: তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ১৪ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে রাজপথের আন্দোলনে অগ্রসৈনিক ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

তিনি বলেন, ‘জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর সুযোগ্য সন্তান ছিলেন মোহাম্মদ নাসিম। একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক ছিলেন তিনি।’

রোববার (১৩ জুন) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরের মাঠে মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি আমার পিতৃতুল্য ব্যক্তি ছিলেন। যার ঋণ কোনো দিন পরিশোধ করতে পারবো না।’

মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের আয়োজনে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্যের সভাপতিত্বে ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। ২০২০ সালের ১৩ জুন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মোহাম্মদ নাসিম।

সর্বশেষ
জনপ্রিয়