ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মৌলভীবাজারে দুই দিনে টিকা নিল ২২০০ স্কুলশিক্ষার্থী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ২৬ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার স্কুল শিক্ষার্থীদের করোনার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। দুইদিনে প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা টিকা গ্রহণ করছেন।

মৌলভীবাজার পৌর এলাকায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৭৩১ জন শিক্ষার্থীদের জন্য এ ভ্যাক্সিন প্রোগ্রাম চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। এরপরও যারা বাকি থাকবেন, তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ইপিআই ভবনে দেওয়া হবে।

সেচ্ছাসেবী সংগঠনের সদস্য মিথিলা আক্তার ও নাবিলা আক্তার জানান, শিক্ষার্থীদের ২য় ডোজের ১ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। আমরা স্বাস্থ্যবিধি মেনে সার্বিক ভাবে কাজ পরিচালনা করছি। 

স্বাস্থ্য সহকারী পরিমল রায় জানান, সব নিয়ম মেনে শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। কোনো ধরনের সমস্যা ছাড়াই এসব টিকা দেওয়া হচ্ছে। টিকা পর্যাপ্ত রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়