ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টে শেরপুরের জয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ৫ ডিসেম্বর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

শেরপুর পুলিশ লাইন্স মাঠে শুরু হয়েছে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০। শুক্রবার উদ্বোধনী খেলায় কনস্টেবল সোহাগ মিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ময়মনসিংহকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে শেরপুর পুলিশ দল।

টি-টেন ফরম্যাটে নির্ধারিত ১০ ওভারের খেলায় টস জিতে প্রথমে ব্যাট করে ময়মনসিংহ জেলা দল। তবে শেরপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও ফিল্ডিংয়ে ৬ উইকেটে ৫০ রান সংগ্রহ করে ময়মনসিংহ জেলা দল। ব্যাট হাতে ময়মনসিংহের সাদিকুল ১০ রান ছাড়া আর কেউ দু’অঙ্কের কোটায় কোটায় পৌঁছতে পারেনি। বল হাতে শেরপুরের সাইফ ১৭ রানে তুলে নেন ২টি উইকেট।

৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সোহাগের অপরাজিত ২৪ রানের (৮ বল) উপর ভর করে ৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শেরপুর জেলা দল। সোহাগের ২৪ রানের ইনিংসে ২টি ছক্কা, ৩টি চারের মার ছিল।

খেলা শুরুর আগে বেলুন উড়িয়ে ‘ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুঁইয়া। এ সময় রেঞ্জের চার জেলার ৪টি পুলিশ ক্রিকেট দলের খেলোয়াড়-কর্মকর্তা ও খেলার পরিচালকদের সাথে পরিচিত হন তিনি।

শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইনসার্ভিস পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সাপর বিল্লার হোসেন, আমিনুল ইসলাম, ফেরদৌস আহমেদ এবং বিভিন্ন থানার ওসি ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, রেঞ্জের চার ক্রিকেট দলের খেলোয়াড়-কর্মকর্তা, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন স্বাগতিক শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর
ময়মনসিংহ জেলা দল : ৫০/৬, ১০ ওভার (সাদিকুল ১০, সিজার ৮, অতি- ৯; সাইফ ২/১৭)
শেরপুর জেলা দল : ৫১/২, ৪.২ ওভার (সোহাগ ২৪*, একরামুল ১০, অতি- ৪; হানিফ-১/১১)।

ফল : শেরপুর জেলা দল ৮ উইকেটে জয়ী।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়