ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ময়মনসিংহে করোনার টিকাদানে বিশেষ ক্যাম্পেইন শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ২৯ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুলি, মজুর, দোকানদার সহ অন্যান্য সাধারণ মানুষকে কোভিড-১৯ তথা করোনার টিকা নিতে উদ্বুদ্ধ, এবং স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকাদান করতে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

শনিবার (২৯ জানুয়ারি) নগরীর দুটি গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থান- মেছুয়া বাজার এবং নতুন বাজার এলাকায় শুরু হয়েছে এ ক্যাম্পেইন।

এ কার্যক্রমে ৩১ জানুয়ারী পর্যন্ত প্রতিদিন সকাল ০৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ১৮ ঊর্ধ্ব নাগরিকদের বিনামূ‌ল্যে রে‌জি‌ষ্ট্রেশন ক‌রে টিকাদা‌ন করা হবে।

সকালে ক্যাম্পেইন পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।

তিনি জানান, মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের নেতৃত্বে সকল শ্রেণী পেশার মানুষকে মানুষকে টিকাদানের আওতায় আনতে সর্বাত্মক কাজ কতে যাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বাজার এলাকার প্রান্তিক পেশার আরও বেশি মানুষকে টিকাদানের আওতায় আনতে মাননীয় মেয়র এ উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও জানান, পরিবহন শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টদের কথা বিবেচনা করে ফেব্রুয়ারির ১ থেকে ৩ তারিখ মাসকান্দা বাসস্ট্যান্ড ও শম্ভুগঞ্জ ব্রিজ মোড় বাসস্ট্যান্ড এলাকার একইরকম ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

উল্লেখ্য, আজ ক্যাম্পেইনের ১ম দিনে ১০০ মানুষকে স্পট রেজিস্ট্রেশন করে টিকাদা করা হয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়