ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ৩০ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে করোনা পজিটিভ হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। রোববার (৩০ জানুয়ারি) ময়মনসিংহে মোট পাঁচজন রোগীসহ গত পাঁচ দিনে ২৩ জন রোগী করোনায় মারা যান।

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে মোট রোগী ৭৩ ভর্তি রয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক ৪ জন রোগীকে আইসিইউতে নেওয়া হয়েছে। প্রতিদিনই বাড়ছে নতুন নতুন আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় ১৫৯ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। ওয়ান স্টপ ফ্লু কর্নার এ গত ২৪ ঘণ্টায় মোট সেবা নিয়েছেন ২৩৭ জন। এ ছাড়া টেলিমেডিসিন সেবা নিয়েছেন ২০ জন। করোনা প্রতিরোধে ময়মনসিংহে টিকাদান কর্মসূচি চালু রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন চলছে।

এদিকে সারা দেশে গত ২৯ জানুয়ারি মহামারি করোনাভাইরাসে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩২৯ জনে। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে আরও ১০ হাজার ৩৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জনে।

ওই দিন নমুনা পরীক্ষা হয় ৩৩ হাজার ৩৭৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ। এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১০৯ জন। করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জন।

এর আগে, শুক্রবার (২৮ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছিল। এদিন ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত ১৫ হাজার ৪৪০ জন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়