ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ময়মনসিংহে মর্জিনা হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১০, ১ মার্চ ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মর্জিনা হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন ও একজনকে অর্থদন্ডসহ এক মাসের কারাদন্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত হলো একই এলাকার আরফান আলী।

রোববার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশিদের সাথে চলা র্দীঘদিনের জমি সংক্রান্ত বিরোধে ২০০৫ সালে ৩০ অক্টোবর সকালে ময়মনসিংহের তারাকান্দায় প্রতিপক্ষের লোহার রডের আঘাতে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পর মর্জিনা মৃত্যুবরন করে। এ ব্যাপারে মর্জিনার চাচা বাদী হয়ে ৩৯ জনকে আসামী করে তারাকান্দা থানায় মামলা করলে পুলিশ আসামীদের বিরুদ্ধে অভিযোগ আদালতে দাখিল করে।

দীঘসুত্রিতার পর আদালতে স্বাক্ষ্য-প্রমান শেষে বিজ্ঞ বিচারক আদালতে ১ জনকে যাবজ্জীবন ও ১ জনকে অর্থদন্ডসহ এক মাসের কারাদন্ড এবং বাকীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় বেকসুর খালাসের আদেশ দেন আদালত।

মামলাটির আসামি পক্ষে আইনজীবী ছিলেন মো. হারুন অর রশিদ, রাষ্ট্র ও বাদী পক্ষে আইনজীবি আফিয়া আক্তার, শেখ আবুল হাসেম।

সর্বশেষ
জনপ্রিয়