ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ময়মনসিংহে লকডাউনে প্রথম দিনে মামলা-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ১৫ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে সারাদেশে লকডাউন চলছে। এ কারণে কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ময়মনসিংহে ১৪০ মামলায় ৮৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ এপ্রিল) সারাদিন জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মামলা ও জরিমানা আদায় করে আদালত।

এই বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক সংবাদ মাধ্যমকে বলেন, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১৪০ মামলায় ৮৭ হাজার ৩০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা শহরে প্রতিদিন ৪টিসহ প্রতি উপজেলায় একটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক বিতরণ করা হয়। করোনা মোকাবিলায় এমন অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়