ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৪, ৯ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ মাঠে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বৃক্ষমেলা। গতকাল মঙ্গলবার সকালে (৮ নভেম্বর) এ মেলার উদ্বোধন করেন গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।

‘অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’ প্রতিপাদ্য নিয়ে এবারের কৃষি মেলায় সরকারি বেসরকারি ফলজ ও বনজ নার্সারী, মডেল গ্রাম, আবহমান কৃষির ঐতিহ্য, কৃষি বিষয়ক এনজিও, আইপিএম যান্ত্রিক কৃষিসহ ২০ স্টল অংশ নিয়েছে। এতে করে উপজেলা পরিষদ মাঠটি এখন সবুজে ছেয়ে গেছে।

গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার লুৎফে আল মুঈজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার সাফাত জামান পনির, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদসহ উপজেলা উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়