ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ময়মনসিংহের নান্দাইলে মাঠ দিবস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১৫, ১৮ জানুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার খামারবাড়িস্থ কৃষি গবেষণা ফাউন্ডেশন ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর অর্থায়নে উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র ও সরেজমিন গবেষণা বিভাগ (বিএআরআই) কর্তৃক আয়োজিত ‘সমন্বিত বালাই ব্যবস্হাপনা (আইপিএম) এর মাধ্যমে গুনগতমানসম্পন্ন ও নিরাপদ শিম উৎপাদন’ শীর্ষক ময়মনসিংহের নান্দাইলে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৭ জানুয়ারি দুপুরে চরকোমরভাঙ্গা গ্রামে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান (সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-বারি, ময়মনসিংহ)-এর সভাপতিত্বে এবং প্রকল্পের কো-ইনভেস্টিগেটর, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নার্গিস সুলতানা (সরেজমিন গবেষণা বিভাগ, বারি, গাজীপুর)-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর ময়মনসিংহের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আজিজুল হক।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্হিত ছিলেন প্রকল্প সমন্বয়ক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.শাহাদাৎ হোসেন (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিম বাংলাদেশের জনপ্রিয় প্রোটিন সমৃদ্ধ একটি সবজি। কিন্তু পোক-মাকড় রোগবালাই এর আক্রমনে প্রায় ২০-৪১ শতাংশ ফলন কমে যায়। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান পোকা-মাকড় এর আক্রমন থেকে শিম ফসলকে রক্ষা করার জন্য ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, হাত বাছাই, বোটানিক্যালস অথবা উপকারী জীবানুর সমন্বয়ে জৈব বালাইনাশক ভিত্তিক আইপিএম প্রযুক্তি উদ্ভাবন করেছেন যার মাধ্যমে সাফল্যজনকভাবে পোকা-মাকড় ও রোগবালাই দমন করা যায়। 

মাঠ দিবস অনুষ্ঠানে বিজ্ঞানীরা উপস্হিত কৃষকদের সরেজমিন গবেষণা ফলাফল দেখিয়ে আইপিএম পদ্ধতিতে শিম চাষে উৎসাহিত করার জন্য এর উপকারী দিকগুলো ব্যাখ্যা করেন আইপিএম পদ্ধতিতে শিমের পোকা-মাকড় ও রোগবালাই দমন পদ্বতি ডদেখে কৃষকরা খুব উৎসাহিত হন এবং তাদের মাঠে এ প্রযুক্তি গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। 

উক্ত মাঠ দিবসে ৬০ জন কৃষাণ ও কিষাণী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়