ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

যুক্তরাষ্ট্র আরও ৯৬ লাখ ফাইজারের টিকা উপহার দিলো বাংলাদেশকে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:২৬, ১৫ জানুয়ারি ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার সংক্রমণ রোধে বাংলাদেশকে আরও ৯৬ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার দিয়েছে মা‌র্কিন যুক্তরাষ্ট্র। শ‌নিবার (১৫ জানুয়া‌রি) ঢাকায় মা‌র্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের ৯৬ লাখ ডোজ কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে। যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে দেওয়া এ টিকা বাংলাদেশের জনগণের জন্য উপহার। 

এই অনুদানের ফলে বাংলাদেশকে অনুদান দেওয়া যুক্তরাষ্ট্রের মোট টিকার সংখ্যা ২ কোটি ৮০ লাখ ছাড়াল।

রাষ্ট্রদূত মিলার বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে গত তিন বছরে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় আমরা একস‌ঙ্গে কাজ করতে পারার যে গর্ব, অন্যকোনো কিছুতেই আমি সেটা খুঁজে পাই না। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমেরিকান জনগণ তাদের উদার ভালোবাসার নিদর্শন হিসেবে বাংলাদেশের জনগণের জন্য আরও ৯৬ লাখ টিকা ডোজ উপহার দিয়েছে। ফলে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২ কোটি ৮০ লাখ ডোজেরও বেশি টিকা বিনামূল্যে দিয়েছে এবং আরও টিকার ডোজ আসার পথে রয়েছে।

মা‌র্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের এই ফাইজার টিকা অনুদান ২০২২ সালে বিশ্বব্যাপী শত কোটি টিকা ডোজ পৌঁছে দেওয়ার মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতির অংশ। 

দূতাবা‌সের বিজ্ঞ‌প্তি‌তে উ‌ল্লেখ করা হয়, এই অনুদান বাংলাদেশকে দেশব্যাপী সম্মুখসারির কর্মী ও প্রবীণ নাগরিকদের বুস্টার ডোজ টিকাদানে সক্ষম করে তুলবে।

দূতাবাস আরও জানায়, টিকা অনুদান দেওয়া ছাড়াও যুক্তরাষ্ট্র টিকার সঠিক ব্যবস্থাপনা ও সঠিক পদ্ধতিতে টিকাদান বিষয়ে ৭ হাজা‌রের বেশি বাংলাদেশি স্বাস্থ্যসেবাদানকারীকে প্রশিক্ষণ দিয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়