ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

যুক্তরাষ্ট্রের সহায়তায় চট্টগ্রামে স্থাপন হচ্ছে সাইবার ফরেনসিক ল্যাব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬, ৫ ডিসেম্বর ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তায় চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটে স্থাপন করা হচ্ছে ডিজিটাল সাইবার ফরেনসিক ল্যাব।

প্রথম পর্যায়ে জানুয়ারিতে চালু করা হবে এই সাইবার অপরাধ তদন্ত বিভাগ ও ডিজিটাল সাইবার ফরেনসিক ল্যাব। ১২ জন কর্মকর্তাকে প্রশিক্ষণের মাধ্যমে শুরু হবে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরেরিজম ইউনিটের অধীনে ল্যাবের কার্যক্রম।

জানা গেছে, এরই মধ্যে ল্যাবের অবকাঠামোগত কাজ শুরু হয়েছে। এই মাসের শেষ দিকে ল্যাবের বিভিন্ন সরঞ্জাম চট্টগ্রামে পৌঁছাবে বলে আশাবাদী নগর পুলিশের কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র দূতাবাসের এটিএ'র (এন্টিটেরোরিজম অ্যাসিসটেন্স) আওতায় এ প্রশিক্ষণ এবং সাইবার ফরেনসিক ল্যাব স্থাপিত হচ্ছে।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, সাইবার অপরাধ তদন্ত একটা বিশেষায়িত বিষয়। এটা সবার তদন্ত করার সুযোগ নেই। এই ল্যাব চালু হলে সাইবার অপরাধের পাশাপাশি অন্যান্য মামলা তদন্তেও সহায়ক হবে।

এছাড়াও সাইবার বিষয়ক ‍বিভিন্ন অপরাধের বিশ্লেষণ ও রহস্য উদঘাটনে আগে যেসব সুবিধা বাইরে থেকে নেয়া হত, ল্যাব চালুর ফলে তা এখান থেকেই পাওয়া যাবে। পুলিশের অন্যান্য ইউনিট থেকে যেসব সুবিধা নেয়া হত তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়