ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘যে জার্সিতে অনুশীলন সেই জার্সিতে ম্যাচ খেলতাম’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ৯ নভেম্বর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, ফুটবলারদের খেলতে হবে। আমরা মাঠে গিয়ে খেলে দিয়ে আসতে পারবো না। আমরা সব রকম সাহায্য করতে পারি। তবে খেলতে হবে খেলোয়াড়দের।তাহলেই ভালো ফলাফল সম্ভব। খেলোয়াড়দের সব রকম সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। এখনকার ফুটবলাররা যে জার্সি পড়ে অনুশীলন করে আমরা তা ম্যাচেও পাইনি। 

রোববার বাফুফে ভবনে বাংলাদেশ-নেপাল ম্যাচ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি অতীত ও বর্তমান জাতীয় দলের সুযোগ-সুবিধার মধ্যে তুলনা দিয়ে বলেন, জাতীয় দলের অনুশীলন দেখতে গিয়েছিলাম। এখন ছেলেরা যে জার্সি গায়ে অনুশীলন করে, এমন জার্সি আমরা ম্যাচের সময়ও পেতাম না।  আমাদের একটা জার্সি দেয়া হতো। যা দিয়ে দিনে অনুশীলন করতাম। রাতে ধুয়ে দিতাম সকালে আবার সেই জার্সিতে ম্যাচ খেলতাম। আমাদের সময় অনুশীলনের জন্য মাত্র দুটি বল থাকত। একটি দিয়ে অনুশীলন, আরেকটি দিয়ে অনুশীলন ম্যাচ খেলতাম।

এমন সুযোগ-সুবিধা অতীতের ফুটবলাররা পাননি। বাফুফে সভাপতি খেলোয়াড়দের সুযোগ-সুবিধা দেয়ার বিপরীতে তাদের কাছ থেকে ভালো পারফরম্যান্স চেয়েছেন। খেলোয়াড়দের তিনি মাঠে শতভাগ দিতে বলেছেন।

প্রধান কোচ জেমি ডে’সহ ৫ বিদেশি সহকারী কোচ, গোলরক্ষক কোচ, ফিজিও এবং ফিটনেস কোচ আছেন জাতীয় দলের অনুশীলনে। নিয়োগপ্রাপ্ত আরেকজন ম্যাচ বিশ্লেষক- যিনি লন্ডন থেকেই জামাল ভূঁইয়াদের খেলা পর্যবেক্ষণ করবেন। বিদেশিদের সঙ্গে স্থানীয় কোচ আছেন আরো দুইজন।

পূর্ণাঙ্গ ও শক্তিশালী কোচিং স্টাফ দিয়েই জাতীয় দলের অনুশীলন করাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এটা অবশ্য নতুন নয়, বেশ কয়েকবছর ধরেই জাতীয় দলের কোচিং স্টাফের পেছনে কাড়িকাড়ি অর্থ ঢালছে বাফুফে।

জাতীয় দলের পারফরম্যানস পাওয়ার লক্ষ্যে বাফুফের প্রচেষ্টা সর্বোচ্চ। কোনো টুর্নামেন্ট বা আন্তর্জাতিক ম্যাচের আগে জাতীয় দলের খেলোয়াড়দের বিদেশি কন্ডিশনিং ক্যাম্প করানো হয়।

সর্বশেষ
জনপ্রিয়