ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যেভাবে ফেসবুকের পোস্ট ক্লাউডে স্থানান্তর করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬:০৭, ৯ মে ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীরা নিয়মিত ছবি, ভিডিও, টেক্সট ইত্যাদি পোস্ট করেন। ফলে তাদের অ্যাকাউন্ট এসব পোস্টে পূর্ণ থাকে। এ ধরনের সক্রিয় ব্যবহারকারীরা কখনও ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করতে চাইলে সব পোস্ট একে একে ডাউনলোড করা কঠিন হয়ে পড়ে।

সক্রিয় ব্যবহারকারীরা স্থায়ীভাবে অ্যাকাউন্ট ডিলিট করতে গেলে তাদের পোস্টগুলো সহজেই সংরক্ষণের সুযোগ দিয়েছে ফেসবুক। এজন্য ট্রান্সফার টুল আপডেট করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীরা স্থায়ীভাবে অ্যাকাউন্ট ডিলিট করার আগে তাদের ছবি ও ভিডিওগুলো সহজেই ক্লাউড স্টোরেজে স্থানান্তর করতে পারবেন। এমনকি কোনও জটিলতা ছাড়া অন্য পোস্টগুলোও স্থানান্তর করতে পারবেন তারা। ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার আগে ছবি, ভিডিও এবং পোস্ট স্থানান্তর করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-

১. প্রথমেই ফেসবুক ওপেন করুন এবং ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যান

২. সেটিংস অপশনে চাপ দিন। তারপর ‘ইওর ফেসবুক ইনফরমেশন’ অপশনে ক্লিক করুন। এবার ‘ট্রান্সফার আ কপি অব ইওর ইনফরমেশন’ অপশনে ক্লিক করতে হবে।

৩. এই ধাপে আপনার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করার পর পোস্ট, ফটো, ভিডিও কিংবা ফাইলের মধ্যে যা স্থানান্তর করতে চান সেগুলো সিলেক্ট করুন।

৪. এরপর আপনার ডাটা কোন প্ল্যাটফর্মে স্থানান্তর করতে চান সেটি বাছাই করতে হবে। আপনি গুগল ড্রাইভ, ড্রপবক্স এবং অন্যান্য ক্লাউড স্টোরেজ সেবার যে কোনোটি বাছাই করতে পারবেন।

৫. পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সবশেষে ‘নেক্সট’ অপশন চাপ দিন। ডাটা স্থানান্তর হয়ে গেলে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দেবে।

সর্বশেষ
জনপ্রিয়