ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রংপুরের পীরগঞ্জে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত সৈকত: র‌্যাব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:২২, ২৩ অক্টোবর ২০২১  

র‌্যাবের মুখপাত্র ও আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন

র‌্যাবের মুখপাত্র ও আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন

রংপুরের পীরগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রধান অভিযুক্ত সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তারা জানান, সৈকতের নেতৃত্বে রংপুরে হামলা হয়। 

সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত কথা বলেন র‌্যাবের মুখপাত্র ও আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

তিনি বলেন, ‘সৈকতের নেতৃত্বে ওই হামলা হয়। এরপরই সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ তৈরির চেষ্টা করে।’ 

গাজীপুর থেকে সৈকত মণ্ডল ও রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলেও তিনি জানান।

সর্বশেষ
জনপ্রিয়