ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রমজানের ২২তম দিনে জান্নাত লাভের জন্য যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ৫ মে ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র রমজানুল মোবারককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। শেষ ৯ বা ১০ দিন নাজাতের। এই দিনগুলোতে আল্লাহকে সন্তুষ্ট করতে অনেক বেশি ইবাদত করা উচিত। রমজানের শেষ দশকে রাসূল (সা.) অন্য দশকের তুলনায় অধিক পরিমাণে ইবাদত করতেন।

নাজাতের প্রথম রমজান আজ। রমজানের শেষ দশকে আল্লাহ তায়ালা অধিক পরিমাণে গুনাহগার বান্দাদেরকে ক্ষমা তথা নাজাত দেন বলেই মূলত এ দশকের নামকরণ ‘নাজাত’ হয়েছে। রমজানের ২২তম দিনে আল্লাহর নৈকট্য অর্জনে শয়তানের আধিপত্য থেকে মুক্ত থেকে জান্নাত লাভের জন্য এ দোয়া পড়তে পারেন-

 بُحْبُوحاتِ جَنّاتِکَ، یا مُجیبَ دَعْوَةِ الْمُضْطَرّینَ .
 
অর্থ: হে আল্লাহ ! আজ তোমার করুণা ও রহমতের দরজা আমার সামনে খুলে দাও এবং বরকত নাজিল কর । আমাকে তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও। তোমার বেহেশতের বাগানের মাঝে আমাকে স্থান করে দাও। হে অসহায়দের দোয়া কবুলকারী।

সর্বশেষ
জনপ্রিয়