ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাড়ানো হলো ভর্তির সময়সীমা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ৭ নভেম্বর ২০২২  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাড়ানো হলো ভর্তির সময়সীমা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাড়ানো হলো ভর্তির সময়সীমা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে বিভিন্ন ইউনিটে আসন ফাঁকা থাকায় ভর্তি কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। 

তিনি বলেন, বিভিন্ন ইউনিটে বেশকিছু আসন ফাঁকা থাকায় ভর্তির সময়সীমা বাড়িয়ে ২৪ নভেম্বর করা হয়েছে। আশা করি এই সময়ের মধ্যে বাকি আসন পূর্ণ হবে।

জানা যায়, এ বছর তিনটি ইউনিটে ৪ হাজার ৬৪৬ সিটের বিপরীতে ভর্তি পরীক্ষা দেন দেড় লক্ষাধিক শিক্ষার্থী। তবে এখন আসন ফাঁকা থাকায় সর্বশেষ ৮ নভেম্বর পর্যন্ত ভর্তির সময়সীমা ছিল। এমনকি ‘এ’ ইউনিটে প্রায় ৩০ ও ‘সি’ ইউনিটে ‍প্রায় ৪০টি সিট ফাঁকা থাকায় পুনরায় ভর্তির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়