ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রামপুরায় বাস ভাঙচুর মামলায় শহীদের দুই দিনের রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ৩ ডিসেম্বর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর রামপুরায় শিক্ষার্থী মৃত্যু কেন্দ্র করে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রামপুরা থানার মামলায় আসামি শহীদ নামে একজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শুক্রবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন একদিনের রিমান্ড শেষে শহীদকে আদালতে হাজির করা হয়। এরপর ফের এ মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাঈনুদ্দিন নিহত হন। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরো চারটি বাস। এ ঘটনায় গত ৩০ নভেম্বর বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ৮০০ জনকে আসামি করে দুইটা মামলা করা হয়।

সর্বশেষ
জনপ্রিয়