ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ কাল, অংশ নেবে ১০ সদস্যের প্রতিনিধি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ১৬ জানুয়ারি ২০২২  

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে  নির্বাচন কমিশন পূর্ণগঠন অংশ নিতে প্রতিনিধি দল চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলে যাবে সংলাপে। 

আগামীকাল সোমবার বিকেল ৪টায় আওয়ামী লীগের এই প্রতিনিধি দল রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বঙ্গভবনে যাবে।

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে আওয়ামী লীগের প্রতিনিধি দলের হয়ে অংশ নেবেন যারা; তারা হলেন- আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান।

এরআগে গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে আওয়ামী লীগকে রাষ্ট্রপতির সংলাপে আমন্ত্রণ জানানো হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে চিঠির মাধ্যমে আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বোচ্চ ১০ জনকে বঙ্গভবনে যাওয়ার জন্য জানানো হয়।

এই বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতির ডাকা সংলাপে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সেই গণতন্ত্রকে আরো এগিয়ে নিতে রাষ্ট্রপতির ডাকা সংলাপে আওয়ামী লীগ নতুন নির্বাচন কমিশন গঠন করতে বিভিন্ন প্রস্তাব রাখবে।

সর্বশেষ
জনপ্রিয়