ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

রাসুল (সা.) নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে যে দোয়া পড়তেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪২, ২০ ফেব্রুয়ারি ২০২৩  

রাসুল (সা.) নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে যে দোয়া পড়তেন

রাসুল (সা.) নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে যে দোয়া পড়তেন

বিয়ে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সুস্থ সুন্দর ও সুশৃঙ্খল পারিবারিক জীবনের গোড়াপত্তনে বিয়েকে আবশ্যক করেছে ইসলাম। আর বিয়ের মাধ্যমে মানুষ নতুন জীবনে পদার্পণ করে। এসময় নতুন বর ও কনেকে অভিবাদন জানায় সবাই। তাদের জন্য বরকত ও কল্যাণের দোয়া করা সুন্নত। রাসুল (সা.) নবদম্পতির জন্য একটি দোয়া পড়তেন।

দোয়াটি হলো- 

بَارَكَ اللَّهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

উচ্চারণ: বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর।

অর্থ: আল্লাহ তোমার জন্য (এই বিয়েকে) বরকতপূর্ণ করুন, তোমার ওপর বরকত বর্ষণ করুন এবং তোমাদের উভয়কে কল্যাণের সঙ্গে মিলিত রাখুন।

উপকারিতা: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, কেউ বিয়ে করলে রাসুলুল্লাহ (সা.) উল্লিখিত দোয়ার মাধ্যমে শুভেচ্ছা জানাতেন। 

সর্বশেষ
জনপ্রিয়