ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার লড়াই অক্টোবরে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ১ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্প্যানিশ সর্বোচ্চ পর্যায়ের লিগ লা লিগার মৌসুম শুরু আগস্টে। তবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই দেখতে ফুটবলপ্রেমিদের অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত।

গত বুধবার লিগের সূচি নির্ধারিত হয়েছে। যাতে লা লিগা শুরুর দিনখন ধরা হয়েছে আগামী ১৫ আগস্ট। লিগ শুরুর দিনে বার্সেলোনা মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের, রিয়াল মাদ্রিদ খেলবে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে, আর শিরোপাধারী অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ সেল্টা ভিগো।  

লা লিগার বহুল প্রতীক্ষিত রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই, ঐতিহ্যবাহী এল ক্ল্যাসিকোর অপেক্ষাটা শেষ হবে আগামী অক্টোবরে। আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সা ম্যাচটি খেলবে নিজের মাঠ ন্যু ক্যাম্পে। 

তবে মৌসুমের শুরুটাই বড় এক পরীক্ষা নিয়ে হাজির হবে বার্সেলোনার জন্য। ১৫ আগস্ট নিজেদের উদ্বোধনী ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হওয়ার পর বার্সেলোনা পরের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অ্যাথলেটিক বিলবাওকে, লিগে যারা বরাবরই বার্সেলোনার জন্য কঠিন এক প্রতিপক্ষ। 

এরপর আগস্টের শেষদিকে বার্সেলোনা খেলবে গেটাফের বিপক্ষে, যাদের বিপক্ষে গেল মৌসুমের প্রথম লড়াইয়ে বার্সা হেরেছিল ১-০ গোলে। 

রিয়াল মাদ্রিদের শুরুটাও কঠিন। শুরুতে আলাভেসের বিপক্ষে খেলার পর ২২ ও ২৯ এপ্রিল লেভান্তে ও রিয়াল বেটিসের বিপক্ষে খেলবে কোচ কার্লো অ্যানচেলত্তির দল। 

তবে অক্টোবর মাসটা আরো কঠিন সূচি নিয়ে অপেক্ষা করছে কাতালানদের জন্য। ৩ অক্টোবর কাতালানরা খেলবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। এরপর চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচটা হবে ১৭ অক্টোবর।

ফিরতি লেগে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের আতিথ্য নেবে মার্চে। মৌসুমের সবচেয়ে কঠিন সেই সময়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে আগামী বছরের ২০ মার্চ। আর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচটি বার্সেলোনা খেলবে আগামী ৬ ফেব্রুয়ারি।

বার্সেলোনার সবচাইতে ব্যস্ত সূচি অপেক্ষা করছে আগামী মে মাসে। ২২ মে ভিয়ারিয়ালের বিপক্ষে ন্যু ক্যাম্পের ম্যাচ দিয়ে আগামী মৌসুমটা শেষ করবে দলটি, এর আগে আরো ৫টি ম্যাচ অপেক্ষা করছে বার্সেলোনার জন্য।

সর্বশেষ
জনপ্রিয়