ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

লক্ষ্মীপুরে বন বিভাগের ৪০ লাখ টাকা পেল উপকারভোগীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ১৯ জানুয়ারি ২০২২  

সংগৃহীত

সংগৃহীত

‘শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু সহিঞ্চু বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জে সামাজিক বনায়নের ১০১ জন উপকারভোগীর মাঝে ৪০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বন সংরক্ষণ, বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনসাধারণকে উদ্বুদ্ধ করতে এ টাকা দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা এসএফপিসি আয়োজিত ২০০৪ থেকে ২০০৬ আর্থিক সনের সৃজিত আবর্তের লভ্যাংশের টাকার চেক উপকারভোগী নারী-পুরুষদের দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. ফরিদ মিঞা। এ সময় উপস্থিত ছিলেন- নোয়াখালী বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা ফিরোজ আলম চৌধুরী ও রামগঞ্জ উপজেলা বন কর্মকর্তা রফিকুল ইসলাম।

আয়োজকরা জানায়, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সামাজিক বনায়ন তৈরিতে চুক্তিভিত্তিক গাছ বিক্রি করা হয়। এর আংশিক হারে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে ৪৫ ভাগ অর্থ দেওয়া হয়েছে। এ ছাড়া রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় উপকারভোগীদের ৫৫ ভাগ লভ্যাংশ দেওয়া হয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়