ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শেখের বেটি আমাগো জন্নি ঘর বানাই দিতেছে আল্লায় তারে বাঁচায়ে রাহুক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ২২ জানুয়ারি ২০২১  

আলতাফ ফকির

আলতাফ ফকির

‘শেখ সাব আমাগো দ্যাশটা স্বাধীন করছে। শেখের বেটি আমাগো জন্নি ঘর বানাই দিতেছে। শেখের বেটিরে আল্লায় বাঁচায়ে রাহুক।’

এভাবেই আল্লাহর দরবারে মনের আকুতি জানাচ্ছিলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের জয়দেবপুরের ৮৫ বছর বৃদ্ধ আলতাফ ফকির। ৪ ছেলে ১ মেয়ের জনক আলতাফ। থাকার ঘরটি বেশ আগেই ভেঙ্গে গেছে। এখন থাকেন ছোট্ট খুপরি ঘর বানিয়ে।

সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে দেশের গৃহ ও ভূমিহীন এক লাখ পরিবারের জন্য জমিসহ ঘর নির্মাণ করে দিচ্ছেন। সেই তালিকায় আলতাফ ফকিরেরও একটি ঘর আছে।

এরই মধ্যে শেষ হয়েছে প্রথম ধাপের বাড়ি নির্মাণের কাজ। আগামী ২৩ জানুয়ারি (শনিবার) ৬৯ হাজার ৯০৪ পরিবারকে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই ঘরগুলোতে নাগরিক জীবনের নূ্ন্যতম সুবিধাগুলো নিশ্চিত করা হয়েছে।

প্রায় ৫০০ বর্গফুটের প্রতিটি বাড়িতে থাকবে দুটি বেড রুম, একটা কিচেন রুম, একটা ইউটিলিটি রুম, একটা টয়লেট ও একটা বারান্দা।

দুর্যোগ সহনীয় এসব ঘর হবে টেকসই এবং প্রতিটি ঘরেই থাকবে সোলার সিস্টেম আর বজ্রপাত নিরোধক ব্যবস্থা।

সংশ্লিষ্টরা বলছেন, সম্পূর্ণ সরকারি খরচে এত বিপুলসংখ্যক ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমির মালিকানাসহ পাকা বাড়ি নির্মাণ করে একটি স্থায়ী ঠিকানা দেওয়ার এমন নজির বিশ্বের আর কোথাও নেই। সেই অসম্ভবকে সম্ভব করে মুজিববর্ষে বিশ্বে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উদ্যোগ দারিদ্র্য বিমোচনেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সারা দেশে ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি ভূমিহীন-গৃহহীন পরিবার রয়েছে। যাদের সবার জন্যই ঘর বরাদ্দ দিয়েছে সরকার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ এটিই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার।

সর্বশেষ
জনপ্রিয়