ঢাকা, রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

শেরপুর সরকারি পলিটেকনিকে জ্বালানি রূপান্তর ও যুব সম্পৃক্ততা সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:১৩, ১১ আগস্ট ২০২৩  

শেরপুর সরকারি পলিটেকনিকে জ্বালানি রূপান্তর ও যুব সম্পৃক্ততা সেমিনার অনুষ্ঠিত

শেরপুর সরকারি পলিটেকনিকে জ্বালানি রূপান্তর ও যুব সম্পৃক্ততা সেমিনার অনুষ্ঠিত

শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জ্বালানি রূপান্তর ও যুব সম্পৃক্ততা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ওই সেমিনারের আয়োজন করে।

পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত এ সেমিনারে জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে ক্যাবের প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন কল্পে স্টুডেন্টস ফোরাম ফর এনার্জি ট্রানজিশনের ভুমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল হান্নান খান-এর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন ক্যাবের গবেষণা সমন্বয়কারী জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী এম.এ.এম. গোলাম কিবরিয়া। সেমিনারে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে রূপান্তরযোগ্য জ্বালানির প্রয়োজীয়তা তুলে ধরা হয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়