ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শেরপুরে গত ২৪ ঘন্টায় করোনায় ২৩ জন শনাক্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ৩১ জানুয়ারি ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

শেরপুর জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু এবং এ সময় আক্রান্ত হয়েছেন ২৩ জন। 

মারা যাওয়া ওই ব্যক্তি গত ১৯ জানুয়ারি করোনায় আক্রান্ত হন। তার নাম লুৎফর রহমান (৪২)। তার বাড়ি শেরপুর সদর উপজেলায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোববার রাতে তার মৃত্যু ঘটে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৫ জনে।

গত ২৪ ঘন্টায় ১০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২১ দশমিক ২৯ শতাংশ।

শনাক্তদের মধ্যে শেরপুর সদর উপজেলায় ১৭ জন, শ্রীবরদী উপজেলায় ২, ঝিনাইগাতী উপজেলায় ২ এবং নালিতাবাড়ি উপজেলায় ২ জন রয়েছেন। 

শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার সকাল ৮টায় সিভিল সার্জন অফিস থেকে দেওয়া জেলার কোভিট স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬২ জন। এর মধ্যে শেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত ৯ জন চিকিৎসাধীন। 

বুলেটিনে আরও বলা হয়, ৪৫৩ জন কোভিড রোগী বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২১ জন এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৭৬৪জন। এ পর্যন্ত কোভিডে মোট মৃত্যু হয়েছে ৯৫ জনের।  

মোট কোভিট-১৯ টিকা গ্রহণকারীর সংখ্যা প্রথম ডোজ সাত লাখ ৯৬ হাজার ২৭৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন পাঁচ লাখ ৬৮ হাজার ৩৩৫ জন। বুস্টার ডোজ নিয়েছেন ৭ হাজার ৮৯৫ জন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়