ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ২০ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পে শেরপুরে আর্সেনিক স্ক্রিনিং কার্যক্রমের অবহিতকরণ সভা, জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সামিউল হক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, জামালপুর উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা, জামালপুর উন্নয়ন সংঘের ডিরেক্টর (প্রোগ্রাম) পরিচালক মুর্শেদ ইকবাল, ডিস্টিক ম্যানেজার লিটন চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রায় ৯৯ ভাগ জনগোষ্ঠীকে স্যানিটেশন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হয়েছে। শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়