ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শেরপুরে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছেন প্রশাসন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৫, ২৪ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঈদুল আজহা শেষে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছেন প্রশাসন। শুক্রবার প্রায় সারাদিন জেলা ও উপজেলা সদরে প্রশাসনের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহরের বিভিন্নস্থানে অভিযান চালান।

ওইসময় ঔষধ, খাবার হোটেল ও জরুরি সেবা ছাড়া শহরের প্রায় সব দোকানপাটই বন্ধ ছিল। যেসব পথচারী বিনা কারণে রাস্তায় ঘোরাফেরা করছিলেন প্রশাসনের কর্মকর্তারা তাঁদের ঘরে চলে যাওয়ার নির্দেশ দেন। তবে সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রীরা বিপাকে পড়েন।

এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বলেন, সরকারের নির্দেশনানুযায়ী লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নির্দেশনা অমান্য করে কেউ দোকানপাট খোলা রাখলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়