ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শেরপুরে শান্তিপুর্ণ পরিবেশে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪, ৬ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সারাদেশের মতো শেরপুর জেলায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও (আলিম) সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপুর্ণ পরিবেশে সুষ্ঠভাবে শেষ হয়েছে।

রবিবার (৬ নভেম্বর) সারাদেশে একযোগে শুরু হয় এ পরীক্ষা। এইচএসসি ও সমমানের পরীক্ষায় শেরপুরে ২৩ টি কেন্দ্রে ১৫ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবছর শেরপুর জেলায় এইচএসসি ৭ টি, আলিম ৫ টি, ভোকেশনাল ও কারিগরি ১১ টিসহ মোট ২৩ টি কেন্দ্রে এইচএসসি ৭ হাজার ৪শ ৫৩ জন, আলিম ৮শ ৮৮ জন, ভোকেশনাল ও কারিগরি ৬ হাজার ৭শ ২৩ জনসহ মোট ১৫ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এসএসসির মতো এইচএসসিতেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণের নির্দেশনা ছিল।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ বলেন, সুশৃংখল ও নিরাপত্তার মধ্যে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা প্রশাসনের পরীক্ষা কন্ট্রোল রুমের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন বলেন, এইচএসসি ৭৪ জন, আলিম ৩৩ জন, বিএম- ৪১ জন ও ভোকেশনাল শাখায় ২ জনসহ মোট ১৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়