ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শেরপুরে সর্বাত্মক লকডাউনে মাঠে আছে পুলিশ ও টহলে রয়েছে সেনা বাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ২৩ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে পূর্ব ঘোষিত পবিত্র ঈদুল আযহার দু-দিন পর ২৩ জুলাই শুক্রবার সকাল ৬টা থেকে ৫ আগষ্ঠ ১৪ দিনের দিনের সর্বাত্মক লকডাউন। তার প্রথমদিনে সকাল থেকে শেরপুরে চলছে না কোনো গণপরিবহন। সড়কে মানুষের চলাচলও তেমন নেই।

সরেজমিন ঘুরে দেখা গেছে শেরপুরে ৫ উপজেলাতে সর্বাত্বক লকডাউন পালিত হচ্ছে। শহরের মোড়ে মোড়ে পুলিশের মোবাইল চেকপোস্ট। এবং জেলা শহরে অপ্রয়োজনে রাস্তায় আসা লোকজনদের ফিরিয়ে দিচ্ছে পুলিশ। শহরের বিভিন্ন স্থানে চেকপোস্টে লকডাউন বাস্তবায়নে কাজ করছে জেলা পুলিশ।

এদিকে সকাল ১০ টায় শেরপুরে থানামোড়ে টহলরত সেনাবাহেনী গাড়ী দেখা যায় । প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মাঠে দেখা যায় । জরুরি সেবা ,খাদ্যদ্রব্য পণ্যের দোকান ছাড়া অন্যান্য বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। তবে আজও কিছু কিছু লোকজনকে ঢাকা থেকে আসতে দেখা গেছে। লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশ ও জেলা প্রশাসন তৎপর রয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়