ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শেরপুরে সড়ক প্রশস্তকরণ ও মেরামত কাজের উদ্বোধন করলেন হুইপ আতিক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ৫ ডিসেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুরে দ্বিতীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আরটিআইপি) আওতায় সড়ক মেরামত ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ৪ ডিসেম্বর শনিবার দুপুরে সদর উপজেলার কামারেরচর বাজার পর্যন্ত ৯ কিলোমিটার জিসি সড়ক মেরামত ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

ওইসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। এজন্য সরকার শহরের পাশাপাশি মাঠ পর্যায়ের উন্নয়নেও কাজ করছে।

রাস্তার নির্মাণকাজ উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি), শেরপুরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী সালমান রহমান রাসেল, কামারেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিলসহ স্থানীয় দলীয় নেতা-কর্মী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, ৯.০৬০ কিলোমিটার দৈর্ঘ্যের ওই জিসি সড়কটির মেরামত ও প্রশস্তকরণ কাজে ব্যয় হবে প্রায় ৯ কোটি ৩১ লক্ষ ১৬ হাজার টাকা। এলজিইডি ওই সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

এর আগে হুইপ আতিক পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কামারেরচর বাজার-৬নং চর সড়কের আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মিত সড়কটির উদ্বোধন করেন। বিশ্বব্যাংকের অর্থায়নে ৯২ লক্ষ ৩৯ হাজার ৩১১ টাকা ব্যয়ে ৫০০ মিটার দৈর্ঘ্যের ওই সড়কটির বাস্তবায়ন কাজ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়