ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ষষ্ঠ ধাপে ১১ পৌরসভায় ভোট ১১ এপ্রিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ৮ মার্চ ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের ১১ পৌরসভায় মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

রোববার (৭ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ মার্চ, মনোনয়ন বাছাই ১৯ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ মার্চ এবং ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল।

ষষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে- পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের সেতাবগঞ্জ, যশোরের নওয়াপাড়া, ঝালকাঠি সদর, ফরিদপুরের ভাঙ্গা, কুমিল্লার নাঙ্গলকোট, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, চট্টগ্রামের বোয়ালখালী এবং কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া পৌরসভায়।

সর্বশেষ
জনপ্রিয়