ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সংসদ ভবনে হামলার পরিকল্পনা: দুই জঙ্গি ফের রিমান্ডে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ১২ মে ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় সংসদ ভবনে কালো পতাকা ও তলোয়ার হাতে জঙ্গি হামলার পরিকল্পনা করার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আল আমিন এবং উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছন আদালত। 

বুধবার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এদিন রিমান্ড শেষে আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে ফের ৭ দিন করে তাদের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের দুজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে, গত ৬ মে দুই আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় রাজধানীর শেরে বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ মে শের-ই-বাংলা নগর থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আল আমিনকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। এছাড়া এই হামলার পরিকল্পনায় প্ররোচনায় দেয়ার অভিযোগে একইদিন উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামাকে রাজবাড়ি জেলা থেকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রাজধানীর শের-ই-বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।

সর্বশেষ
জনপ্রিয়