ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সব শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় নিয়ে আসা হবে: দীপু মনি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:১৩, ২৬ ডিসেম্বর ২০২১  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সব শিক্ষার্থীকেই করোনার টিকার আওতায় নিয়ে আসা হবে। বলেন, সারাদেশে টিকা কার্যক্রম বাড়ানো হচ্ছে। এছাড়াও, সবাইকে সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

রোববার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বিস্তৃতভাবে পাঠদান কবে শুরু করতে পারবো আমরা বলতে পারছি না। বিশেষজ্ঞরা বলছেন, দেশে মার্চ মাসে সংক্রমণ বেশি বাড়ছে। কাজেই আমাদের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কী অবস্থা দাঁড়ায় সেটা দেখার জন্য। তবে সংক্রমণ বাড়বে কিনা কতটা বাড়বে, আমাদের কতটা দাম দিতে হবে, তার সব কিছু নির্ভর করছে আমাদের সবার ওপর। 

মন্ত্রী আরও বলেন, আমি যেখানেই যাচ্ছি , দেখছি কারো গলায় মাস্ক, কারো হাতে, কারো পকেটে। আবার কারো কারো মাস্ক বাড়িতে। বাড়িতে থাকলেও হবে না, পকেটে থাকলেও হবে না, হাতে বা গলায় থাকলেও হবে না। সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক। এছাড়াও, ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমানসহ আরো অনেকে। 

সর্বশেষ
জনপ্রিয়