ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সরকার কৃষিতে প্রণোদনা ও পূনর্বাসন কার্যক্রমে উৎপাদন বাড়ছে: কৃষি উপসচিব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ২৭ ফেব্রুয়ারি ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কৃষি মন্ত্রণালয়ের উপসচিব দিল আফরোজা বেগম বলেছেন, সরকারের কৃষিতে প্রণোদনা ও পূনর্বাসন কার্যক্রমের ফলে দেশে ফসলের উৎপাদন বাড়ছে এবং মানুষের জীবনমানের উন্নতি হচ্ছে। তিনি ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শেরপুরের নকলা উপজেলায় প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় মোজার, বানেশ্বর্দী, বাছুরআলগা, চন্দ্রকোনা ও নারায়নখোলা এলাকায় বাস্তবায়িত সূর্যমুখি, সমলয়ে বোরোধান চাষ, পারিবারিক পুষ্টি বাগান, গম, ভূট্টা ইত্যাদি ফসলের মাঠ সরেজমিন পরিদর্শনকালে এসব কথা বলেন।

উপসচিব বলেন, আওয়ামীলীগ সরকার কৃষিতে ভর্তুকিসহ কৃষির উৎপাদন আরো বাড়াতে, কৃষকদের জীবনমান উন্নয়নে সবকিছুই করছে। দিল আফরোজা বেগম নকলায় কৃষিতে অভাবনীয় উন্নতি ও সফলতা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ওইসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. গোলাম রাসূল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসহকারি কৃষি কর্মকর্তা এবং স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়