ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ৯ নভেম্বর ২০২২  

সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা

সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা

বাংলাদেশ ছাত্রলীগ অনুমোদিত রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের ৩৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও ২৩ জন সহসভাপতি, চারজন যুগ্ম-সম্পাদক এবং চারজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

গতকাল ৮ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটি ঘোষণার তথ্য জানানো হয়। এক বছরের জন্য অনুমোদন দেওয়া সোহরাওয়ার্দী কলেজ শাখার ছাত্রলীগের এ কমিটিতে সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল এবং সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক সঙ্গে সাংগঠনিক সম্পাদক ফারজানা সিমরানকে করা হয়েছে।

এছাড়া ২৩ জন সহসভাপতি হলেন- আল আমিন শিকদার, আশরাফুল হক সেতু, প্রতিম বিশ্বাস, মো. কাওসার মৃধা, এন বি পলাশ, মোহাম্মদ আলী, হাসান আল মাহমুদ জীবন, অমিত পাল, মো. সাইফুল ইসলাম, আতাউর রহমান, হাফিজুর রহমান মাহির, মো. শাহিন সরকার, ইমরান হোসেন ইমু, মো. সজিব আহমেদ, আল আমিন খান, জুনায়েদ ইসলাম রবিউল, সাইদ ইসলাম সাইফুল, তোফাজ্জল হোসেন, মামুন সরদার, সোহাগ বাড়ৈ, স্বরণ আকন্দ, সোলাইমান সীমান্ত, জয়ন্ত চক্রবর্তী সজিব।

যুগ্ম-সম্পাদক পদে চারজন হলেন- মো. আল আমিন মোল্লা, শুকুর আহমেদ ওসমান, মো. আশিক আব্দুল্লাহ, রিপন হোসাইন। চারজন সাংগঠনিক সম্পাদক হয়েছেন- ফারজানা সিমরান, মো. মাসুদ সিকদার ইনসান, দেব দুলাল ঢালী, মো. সাকিব আল হাসান।

প্রসঙ্গত, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর প্রায় তিন বছর ধরে তোড়জোড় চললেও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা সম্ভব হচ্ছিল না। অবশেষে এ কমিটি দেওয়া হলো।

সর্বশেষ
জনপ্রিয়