ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

সাকিবের অনন্য রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৫, ৪ জুলাই ২০২২  

ডোমিনিকা, ৪ জুলাই, ২০২২ (বাসস) : প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বল হাতে ১শ উইকেট ও ব্যাট হাতে ২ হাজার রানের মালিক হয়ে অনন্য রেকর্ড গড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। 
সাকিব ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে এমন কীর্তি আর কোন ক্রিকেটারের নেই। 
গতরাতে ডোমিনিকার উইন্ডসর পার্কে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ৫২ বলে অপরাজিত ৬৮ রান করেন সাকিব। এই ইনিংস খেলার পথে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। তার আগে দেশের হয়ে এই ফরম্যাটে ২ হাজার রান করেছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১২০ উইকেটের মালিকও সাকিব। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রান এবং ১শ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন সাকিব। 

সর্বশেষ
জনপ্রিয়