ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিনিয়র সিটিজেনগণ দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন: মেয়র টিটু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ৫ ডিসেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিনিয়র সিটিজেনগণ দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। তিনি বলেছেন, সিনিয়র সিটিজেনদের ভূমিকার কারণেই আজ আমরা বর্তমান অবস্থায় আসতে পেরেছি।

সরকার দেশের প্রবীণ ব্যক্তিদের সিনিয়র সিটিজেন হিসেবে ষোষণা করেছেন। সিনিয়র সিটিজেনদের রাষ্টীয় মর্যাদা প্রদান ও উন্নয়নে এটা বর্তমান সরকারের একটি অসামান্য অবদান। গতকাল শনিবার (৪ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এসোসিয়েশনের নিজ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল মান্নান পাঠানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ইউসুফ খান পাঠান, কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, সংরক্ষিত কাউন্সিলর কাউসার-ই-জান্নাত, সিনিয়নর সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়শেনের সহ সভাপতি দেওয়ান তৈমুর ইয়ার চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. হরিশংকর দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়