ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিরাজগঞ্জে কঠোর লকডাউনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের টহল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৩, ২৪ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কঠোর লকডাউনে সিরাজগঞ্জ শহরে রিক্সা ভ্যান চলাচল করছে। শহরের দোকানপাট, সিএনজি অটোরিক্সা ও যাত্রীবাস চলাচল বন্ধ রয়েছে। তবে সাধারন মানুষ বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হচ্ছে।

লকডাউন এ অবস্থায় কতটা সুফল বয়ে আনবে তা নিয়ে সংশয় রয়েছে। তবে শহরের প্রধান সড়ক গুলোতে “সেনাবাহিনী” ও পুলিশ সদস্যের টহল চলছে।

অন্যদিকে স্বাস্থ্যবিধি না মানায় জেলায় দিনদিন করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা উর্ধমুখী। গত ২ সপ্তাহে জেলায় করোনায় আক্রান্ত হয়ে একুশ জন মারা গেছে। জেলায় মোট মৃত্যু হয়েছে মোট ৫১জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মোট ৭৬ করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় ৭,০০০ বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে করে ২৮জন। গত ২৪ ঘন্টায় শহরের আমলাপাড়ায় করোনায় ১জন মারা গেছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ জানান, লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত, সেনাবাহিনী, পুলিশ মাঠে রয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়