ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিরাজগঞ্জের শাহজাদপুরে হটলাইনে কল করলেই বিনামূল্যে মিলবে অক্সিজেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ২৫ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার হটলাইনে কল করলেই পৌর এলাকার করোনা ও জটিল রোগীদের বাড়িতে বিনামূল্যে পৌছে যাবে অক্সিজেন ভর্তি সিলিন্ডার। এমন এক জরুরি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী।

এ সময় পৌরসভার প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপোলো, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাব আলী, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হোসেন, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু শামীম সূর্য্য, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার আলী, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ নেতা কেএম হাবিবুল হক সাব্বির, শাহজাদপুর উপজেলা যুবলীগের শেখ জনি, শাহজাদপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আল আমীন হোসেন, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন, শাহজাদপুর পৌরসভা ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই জরুরি সেবা কার্যক্রম চালু করার সুযোগ করে দিয়েছেন। মহামারি করোনা আক্রান্ত রোগীরা পৌরসভার হটলাইনে কল করলেই উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সমন্বয়ে গঠিত টিম তাদের বাড়িতে বিনামূল্যে দ্রুত পৌঁছে দিবে এই অক্সিজেন ভর্তি সিলিন্ডার। ফলে শাহজাদপুর পৌর এলাকার শত শত করোনা ও জটিল রোগে আক্রান্ত রোগীদের প্রাণ বেঁচে যাবে।

 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়