ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিরি আয় গোলের সেঞ্চুরি করে নতুন রেকর্ড রোনালদোর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৯, ১৩ মে ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পেশাদার ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ভেঙেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, গড়েছেন নতুন অনেক ইতিহাস। বর্ণাঢ্য ক্যারিয়ারে বুধবার নতুন আরেকটি কীর্তি গড়েছেন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে জুভেন্টাসের হয়ে তিন মৌসুমেই গোলের সেঞ্চুরি করলেন পর্তুগিজ তারকা। একই সঙ্গে তিনটি ভিন্ন লিগে ন্যুনতম একশ গোলের মাইলফলক স্পর্শ করেছেন সিআর সেভেন।

রিরি আয় বুধবার রাতে সাস্সুয়োলোর বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের বিরতির ঠিক আগে রেকর্ড গড়া গোলটি করেন রোনালদো। আদ্রিওঁ রাবিওটের পাসে প্রথম ছোঁয়ায় বল সামনে বাড়ানোর ফাঁকেই এক ডিফেন্ডারকে ফাঁকি দেন তিনি। এরপর বাঁ পায়ের প্লেসিং শটে খুঁজে নেন ঠিকানা।

জুভেন্টাসের জার্সিতে সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে দ্রুততম ১০০ গোলের আগের রেকর্ডটি ছিল ওমর সিভোরি ও রবের্তো বাজ্জিওর। তারা উভয়েই চার মৌসুমে এই রেকর্ড স্পর্শ করেছিলেন।

এবারের সিরি আয় এটা রোনালদোর ২৮তম গোল। বর্তমানে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি। দুই নম্বরে থাকা রোমেলু লুকাকু অনেক পেছনে। তার নামের পাশে আছে ২১ গোল।

সর্বশেষ
জনপ্রিয়