ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিলেট কর অঞ্চলে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আদায়

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৮, ৩ জুলাই ২০২২  

সিলেট কর অঞ্চলের কর কমিশনারের কার্যালয়

সিলেট কর অঞ্চলের কর কমিশনারের কার্যালয়

২০২১-২২ অর্থবছরে ৮৩৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে কর অঞ্চল সিলেট। যা লক্ষ্যমাত্রার তুলনায় ১০৫ ভাগ বেশি।

কর অঞ্চল সিলেট সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে এ কর অঞ্চলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮০০ কোটি টাকা।

এর আগে, ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭২৫ কোটি টাকা, আদায়ের পরিমাণ ছিল ৬৮৮ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরের রাজস্ব আদায়ের তুলনায় এবার (২০২১-২২ অর্থবছর) রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ২১ দশমিক ৭০ ভাগ।

সিলেট কর অঞ্চলের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেন, আমরা সব  রাজস্ব দাতা ও অংশীজনকে ধন্যবাদ জানাচ্ছি। সিলেট কর অঞ্চলের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় ২০২১-২২ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, রাজস্ব প্রদান নিয়ে মানুষের মাঝে যে ভীতি রয়েছে- আমরা তা দূর করার চেষ্টা করছি। এর মাধ্যমে ভবিষ্যতে আরো বেশি রাজস্ব আদায় সম্ভব হবে।

সর্বশেষ
জনপ্রিয়